Print

SomoyKontho.com

আজ দেশের মাটিতে পা রাখবেন সাকিব

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ৮:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাকিব আল হাসানের বাংলাদেশে আসা নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছিল। অবশেষে সব জটিলতা একপাশে রেখে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশের মাটিতে পা রাখবেন দেশসেরা তারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্ বিষয়টি নিশ্চিত করেছে

সাকিবের দেশে ফেরা নিয়ে জল্পনার শুরু আগস্টে। ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লিগের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব। জুলাই-আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানে দেশের উত্তাল পরিস্থিতিতে জাতীয় তারকা হিসেবে সাকিবের সমর্থন আশা করছিল দেশবাসী। তবে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ছিলেন নীরব।

সারা দেশের উত্তাল পরিস্থিতিতে চারদিকে যখন রক্তাক্ত, সাকিব তখন কানাডায় পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সাফারিতে গিয়ে মাই ডে-তে একটি পোস্টে সাকিব লিখেছিলেন, টরেন্টোতে একটি চমৎকার দিন কাটালাম। এই পোস্টের সূত্র ধরে তার উপর ক্ষোভ জমতে থাকে দেশবাসীর। ফলে তার দেশে আসা নিয়ে দেখা দেয় সংশয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]