Print

SomoyKontho.com

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ১১:৪০ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ নিচ্ছে রাশিয়া। বুধবার (১৬ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের আরও দুটি গ্রামের দখল নিয়েছে তারা।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রুশ বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মস্কোর সবচেয়ে বড় সাফল্য গত ১ অক্টোবর ইউক্রেনের কৌশলগত ভুহলেদার শহর দখল নেওয়া, যা আরও অগ্রগতির পথ খুলে দিয়েছে।

গতকাল বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী ক্রাসনি ইয়ার গ্রাম দখল করেছে। দখলকৃত মাইখাইলিভকা গ্রামটি গুরুত্বপূর্ণ শহর পোকরভস্ক থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

পোকরভস্ক শহরটি রাশিয়ার সীমান্তবর্তী দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য একটি মূল রসদ কেন্দ্র হিসাবে কাজ করে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, তারা লিমান শহরের প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত লুহানস্ক অঞ্চলের নেভস্কে গ্রামের নিয়ন্ত্রণও নিয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]