Print

SomoyKontho.com

আগামী বছর সরকারি ছুটি নিয়ে সুখবর দিলো উপদেষ্টা পরিষদ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটি নিয়ে বড় সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতরে পাঁচ দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে এবং পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com