Print

SomoyKontho.com

জুলাই গণঅভ্যুত্থানে শহিদের প্রতিটি পরিবার পাবে ৩০ লাখ টাকা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে শহিদের প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য ৩০ লাখ করে টাকা দেবে সরকার। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে এ টাকা দেওয়া হবে। পরে যাচাই-বাছাই করে যদি আরও প্রয়োজন হয়, তাও দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এ সময় তিনি আরো বলেন, তালিকা করে পরে কেউ যোগ্য বিবেচিত হলে তাদেরও সহায়তা দেয়া হবে। জুলাই-আগস্ট মাসে যারা শহিদ হয়েছেন শুধু তাদের পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে, বিষয়টি এমন নয়। যারা আহত হয়েছেন, তাদের পরিবারকেও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া ব্রিফিংয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়েও আলোচনার কথা জানানো হয়। পল্লী বিদ্যুতের আন্দোলনকারীদের সাথে আগামী সপ্তাহেই আলোচনা হবে বলে উপদেষ্টা পরিষদের ব্রিফিংয়ে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]