Print

SomoyKontho.com

সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০১৬ , ১২:২৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩, ২০১৬, ১২:২৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঢাকা: বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সকালে বিএনপি’র চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ইউপি নির্বাচন, সারাদেশে বিএনপির সাংগঠনিক অবস্থা, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]