Print

SomoyKontho.com

বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২৪ , ১১:১৯ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুরে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর হামলা করেছে সাবেক স্ত্রী পারভীন ও তার স্বজনেরা। গতকাল শুক্রবার সন্ধ্যায়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২০২২ সালের জানুয়ারিতে উপজেলার ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে পারভীন খাতুনের সঙ্গে রসুলপুর (মধ্যপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। এতে দেনমোহর করা হয় ৪ লাখ টাকা। তিন মাস আগে পারভীনকে তালাক দেন শফিকুল। তবে তালাক দিলেও শফিকুল ওই দেনমোহরের টাকা পরিশোধ করেনি।

এরই একপর্যায়ে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (উত্তরপাড়া) গ্রামে বিয়ে ঠিক হয় শফিকুলের। শুক্রবার সন্ধ্যায় শফিকুল লোকজন নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন। পথে ফকিরপাড়া নামকস্থানে পৌঁছালে সাবেক স্ত্রী পারভীন ও তার লোকজন তাদের ওপর হামলা করে। এতে এই শফিকুলসহ বর পক্ষের অন্তত ৩ জন আহত হন। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শফিকুলকে উদ্ধার করে থানা নিয়ে আসে।

এ ব্যাপারে পারভীন খাতুন বলেন, ‘শফিকুল ইসলাম আমাকে তালাক দিলেও দেনমোহরের টাকা বুঝিয়ে দেয়নি। এই টাকা না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে শফিকুলকে পথরোধ করা হয়।’

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]