Print

SomoyKontho.com

শীতের আগমনী বার্তা, দেখা মিলছে কুয়াশার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২৪ , ১০:০৫ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, বাতাসে হিমেল ঠান্ডা হাওয়া ও কুয়াশার চাদরে ঢাকা জনপদ জানান দিচ্ছে হেমন্তের শীতের আগমনী বার্তা।

আজ রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে দেখা মিলেছে কুয়াশার। পথঘাট ও ফসলের মাঠ দেখে মনে হচ্ছে এ যেন পৌষের কুয়াশা।

এরমধ্যে মাগুরা শহরের বিভিন্ন পথঘাটে ঘন কুয়াশার এমন দৃশ্য দেখা যায়। ফলে যানবাহনকে হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে দেখা গেছে।

শীতের এই আগমনী বার্তায় বলে দিচ্ছে নবান্ন উৎসব, নতুন ধান কাটা উৎসবে মেতে উঠবেন কৃষকেরা।

মাগুরা ছাড়া হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে খুলনা। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে।

কার্তিকের পঞ্চম দিনে আজ ভোরে খুলনার প্রকৃতিতে কুয়াশার ছড়াছড়ির দেখা মিলেছে। যে কারণে ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ‘ক্রমান্বয়ে কুয়াশা পড়তে শুরু করেছে। একই সঙ্গে রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে হালকা শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে।’

উল্লেখ্য, বাংলা ঋতু বৈচিত্র্যের প্রথম ঋতু হেমন্ত। এই ঋতুতে প্রকৃতিতে হিমেল হাওয়া বইতে থাকে। সঙ্গে নিয়ে আসে শীতল হাওয়া। মাঠে মাঠে কৃষকরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত থাকে কৃষকেরা। শীতের এমন আগমনী বার্তায় বলে দেয় শীত খুব নিকটে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]