Print

SomoyKontho.com

সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২৪ , ৯:০৩ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ৯:০৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (২০ অক্টোবর)  রাতে বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, ইমরান আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২১ অক্টোবর) আদালতে হাজির করা হবে। সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা হয়।  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ ১০৩ জনকে আসামি করা হয় ওই মামলায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]