Print

SomoyKontho.com

হরতালের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০১৬ , ১০:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০১৬, ১০:৩৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি বহাল রাখায় দলটির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে হরতালবিরোধী মিছিলটি ক্যাম্পাসের কলাভবন, লাইব্রেরি, টিএসসি হয়ে চারুকলা অনুষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জামায়াত নেতা মীর কাসেম আলী মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষের ওপর নির্যাতন করেছে। চট্টগ্রামের হোটেলে মা-বোনদের নির্যাতন করেছে। আপিল বিভাগ ফাঁসি বহাল রাখায় নির্যাতনের শিকার মানুষ ন্যায়বিচার পেয়েছেন’। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার দাবি করেন তিনি।

এস এম জাকির হোসেন বলেন, ‘আলবদর কমান্ডার মীর কাসেম আলী মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে মানুষদের নির্যাতন করেছে। চট্টগ্রামে তার নেতৃত্বে আলবদর বাহিনী অসংখ্য মানুষকে হোটেলে নির্যাতন করেছে।’

এ সময় তারা ‘দেশবিরোধী হরতাল মানি না মানব না’, ‘অবৈধ হরতাল মানি না মানব না’ বলে স্লোগান দেয়’।

বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও উপ-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]