Print

SomoyKontho.com

৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২৪ , ১:৫৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ১:৫৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে। এই ইনিংসটি মিরপুরে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন টেস্ট স্কোর। এর আগে, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে আজকের এই ১০৬ রান শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে করা বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

দক্ষিণ আফ্রিকার বোলাররা পুরো ম্যাচে নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশকে। কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং কেশব মহারাজ দারুণ বোলিং করে তিনটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া ডেন পিট একটি উইকেট তুলে নিয়েছেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তাইজুল ইসলাম, যিনি ১৬ রান যোগ করেছেন দলের জন্য।

দলের শুরুটা খুবই বাজে হয়েছিল। মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সাদমান ইসলাম, মুমিনুল হক, এবং নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হন প্রোটিয়া পেসারদের মোকাবিলা করতে। এরপর মুশফিকুর রহিম এবং লিটন দাসের উইকেট তুলে নেন রাবাদা, যিনি নিজের ৩০০তম টেস্ট উইকেটও পূর্ণ করেন। ফলে ৪৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার মহারাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ দিকে তাইজুল ইসলাম এবং নাঈম হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজন মিলে ২৬ রানের নবম উইকেট জুটি গড়েন। যদিও ১০০ পেরিয়ে যাওয়ার পর নাঈম ৮ রানে আউট হন এবং শেষ পর্যন্ত ১০৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]