Print

SomoyKontho.com

পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের জেল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঘুষ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডোকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার পেরুর একটি আদালত তাকে এই কারাদণ্ড দেয়।

আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রসিকিউটররা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডো ব্রাজিলিয়ান নির্মাতা কোম্পানি ওডেব্রেখ্টের কাছ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। এর বিনিময়ে কোম্পানিটিকে পেরুর দক্ষিণ উপকূলকে পশ্চিম ব্রাজিলের একটি অ্যামাজনীয় অঞ্চলের সঙ্গে সংযোগকারী রাস্তা নির্মাণের কাজ দেওয়া হয়।

৭৮ বছর বয়সী টলেডো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রিধারী একজন অর্থনীতিবিদ। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে পাঁচ বছর আগে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]