এক দুঃসাহসিক জুটিকে সমুদ্রের তলদেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখলো সৌদি আরব। বিয়ের দিনটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে, কেউ হেলিকপ্টারে বিয়ে করতে এসে আলোচনার জন্ম দেয় আবার বিয়ের আয়োজন সম্পন্ন করতে কেউ কেউ ভাড়া করে রাজপ্রাসাদ। কেউ বা চলে যায় প্রাচীন কোনো নগরীতে। সবারই থাকে নজিরবিহীন ঘটনা ঘটানোর প্রচেষ্টা। দিনকে দিন এমন বিয়ের আয়োজনে আগ্রহী হচ্ছে মানুষ। কোনো কোনো দ্বীপ সাজানো হচ্ছে বিয়ের আয়োজন সম্পন্ন করার জন্য।
সৌদি আরবের মানুষ প্রথম দেখলো সমুদ্রের তলদেশে বিয়ের আয়োজন। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা। রেড সি-এর স্বচ্ছ জলরাশির নিচে বিয়ে বদ্ধনে আবদ্ধ হলো সৌদি আরবের হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার এক জুটি। সাগরের তলদেশে অত্যাশ্চার্য কোরালপ্রাচীরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এই জুটির স্বপ্ন পূরণে সহায়তা করেছে সৌদি আরবের স্থানীয় একটি ডাইভিং দল।
পানির নিচে প্রাণীবৈচিত্র উপভোগ করতে পছন্দ করেন হাসান ও ইয়াসমিন। এ কারণেই তারা বিয়ের জন্য সমুদ্রের তলদেশকে বেছে নেন।
হাসান বলেন, ‘এটা সত্যিই এক বিস্ময়কর ছিল। আমরা প্রস্তুত হওয়ার পর ক্যাপ্টেন ফয়সাল ও তার দল আমাদের বললেন, সমুদ্রের পানির নিচে তারা আমাদের বিয়ে উদ্
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com