গোপালগঞ্জে কলেজে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার অভিযোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্ক থেকে তাদের আটক করা হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে আটককৃত শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে আড্ডা দেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ৪০ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদেরকে থানায় আনা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মরকারী মহিলা কলেজ, লাল মিয়া সিটি কলেজসহ চারটি কলেজের শিক্ষার্থীরা ছিলেন। তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com