Print

SomoyKontho.com

অবশেষে দাফন হচ্ছে মনি কিশোরের

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২৪ , ৯:২৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

অবশেষে দাফন হচ্ছে নব্বই দশকের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের। তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখার পর সিদ্ধান্তের কথা জানানো হলো। ধর্মান্তরিত হয়েছিলেন বলে তার মরদেহ দাফন না কি শেষকৃত্য হবে, এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার তার দাফনের সিদ্ধান্ত হয়েছে। আজ (২৩ অক্টোবর) বুধবার গীতিকার মিল্টন খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিল্টন খন্দকার বলেন, শিল্পীর মেয়ে নিন্তি চৌধুরী কর্তৃপক্ষকে একটি নথি পাঠিয়েছেন। রাতেই সেটি থানায় পৌঁছে যাবে। তারপর আগামীকাল বাদ জোহর শিল্পীর নামাজে জানাজা ও দাফন হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি রামপুরা-বনশ্রীর কোনো এক গোরস্থানে তার মরদেহ দাফন করবো। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম শিল্পীর মেয়ে দেশে আসবেন। কিন্তু পরীক্ষা চলায় সে আসতে পারছে না। এ কারণে সেখান থেকে বাংলাদেশ দূতাবাসে লাশ দাফনের জন্য লিখিত আবেদন করেছে।

গত শনিবার দিবাগত রাতে রাজধানীর রামপুরা এলাকার ভাড়া বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের প্রায় চার-পাঁচদিন আগে তিনি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]