Print

SomoyKontho.com

ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে পশ্চিমবঙ্গে বন্ধ বিমান-ট্রেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৪ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৪, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঘূর্ণিঝড় ‘ডানা’র কারণে পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোননো বিমান ওঠানামা করবে না বলে জানানো হয়েছে। শুধু কলকাতা বিমানবন্দরই নয়, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মাঝে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। ওই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্প অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্যোগের কারণে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ভুবনেশ্বর বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হবে।

কলকাতা থেকে প্রতি দিন গড়ে ৪০০ বিমান ওঠানামা করে। ভুবনেশ্বর থেকে ১০০ বিমান ওঠানামা করে প্রতি দিন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী হয়রানির বিষয়টি ভেবেই বিবৃতি জারি করে এক দিন আগেই বিমান বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]