Print

SomoyKontho.com

পাকিস্তানে তালেবানের হামলায় ১০ পুলিশ নিহত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২৪ , ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে শুক্রবার (২৫ অক্টোবর) তালেবানের হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির একজন গোয়েন্দা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রায় এক ঘণ্টা ধরে দুইপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলে। তালেবানের এই হামলায় সীমান্ত রক্ষী পুলিশের ১০ জন সদস্য মারা যান এবং আরও ৭ জন আহত হন।

আফগান সীমান্ত ছুঁয়ে থাকা খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় ২০ থেকে ২৫ জন সশস্ত্র তালেবান মিলিশিয়া ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]