Print

SomoyKontho.com

টি-শার্টে অনন্যা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাধারণত তরুণদের মধ্যেই টি-শার্ট পরার প্রবণতা বেশি। ছেলেরা ছাড়াও মেয়ে বা কিশোরীদের মধ্যেও এই পোশাকের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। তবে বর্তমানে টিনএইজ মেয়েরাই টি-শার্টের বেশিরভাগ ক্রেতা। গরম কিংবা শীতে জ্যাকেটের নিচে পরে আরাম বলেও তা বিক্রিও হচ্ছে বেশি।

ছবি : কাব্য আহম্মেদ । মডেল : রিসা চৌধুরী

তবে গ্রীষ্মের পোশাক হিসেবে বাংলাদেশের ফ্যাশন হাউজগুলো টি-শার্টের পসরা সাজিয়ে বসে। এই পোশাকের জন্য বিখ্যাত আজিজ সুপার মার্কেট ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে পরার উপযোগী টি-শার্ট।

ছবি : কাব্য আহম্মেদ । মডেল : রিসা চৌধুরী

এদিকে রাজধানীর নিউমার্কেটের দক্ষিণ ভবনের দোতলা, তিনতলাসহ ঢাকা কলেজের উল্টা পাশের মার্কেটেগুলোতেও রয়েছে টি-শার্টের আয়োজন। মিরপুর রোডের নেহার ভবনের মনির ক্লথের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম জানান, তাদের সংগ্রহে যেসব টি-শার্ট রয়েছে তা সবই এক্সপোর্ট কোয়ালিটি। তার কথায়, বিভিন্ন গার্মেন্টস থেকে আমরা এসব পোশাক সংগ্রহ করি।

ছবি : কাব্য আহম্মেদ । মডেল : রিসা চৌধুরী

তারপর নিজেরাই প্যাকিং করি বা ডিসপ্লে করে বিক্রি করি। তাই এখানকার টি-শার্টগুলোতে রয়েছে পশ্চিমা ধাঁচ। এই মার্কেট ঘুরে দেখা গেল অনেক ছেলের পাশাপাশি মেয়েরাও এসেছেন টি-শার্ট কিনতে।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]