Print

SomoyKontho.com

মারা গেছেন মরক্কোর ফুটবলার বেরাদা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২৪ , ৩:৫১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বয়স হয়েছিল মাত্র ৩৫। ফুটবলে আরও কয়েক বছর মাঠ দাপিয়ে বেড়াতে পারতেন আব্দেলআজিজ বেরাদা। তবে সেটা হলো না। বুট-জার্সি চিরতরে তুলে রেখে মাত্র ৩৫ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন এই মিডফিল্ডার। বেরাদার মৃত্যুর খবর জানিয়েছে তার ক্লাব মার্সেই।

বেরাদা কিভবে মারা গেছেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোনো ধারণা দেয়নি মার্সেই। তবে মরক্কোর গণমাধ্যমে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বেরাদা।

বেরাদার জন্ম ফ্রান্সে হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি বেছে নেন মরক্কোকে। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলার পর ২০২১ সালে তুলে রাখেন জার্সি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]