Print

SomoyKontho.com

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ করা হবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২৪ , ৭:২৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন,  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার।

রোববার পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করতে গিয়েছিলেন শাহ।

সেখান থেকে তিনি বলেন, ‘গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে অনেক কাজ করেছেন। বাংলার মানুষের কিছু খেদ আছে। কিন্তু চিন্তা নেই, ২০২৬ সালের নির্বাচনের পর সেই খেদ মিটিয়ে দেবে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের স্থলবন্দর কর্তৃপক্ষ মোদির নেতৃত্বে খুব ভালো কাজ করছে। গোটা এলাকার উন্নয়ন হচ্ছে। আমাকে শান্তনু ঠাকুর জানালেন, বাংলাদেশ সীমান্ত থেকে পাঁচ-ছ’হাজার মানুষ প্রতি দিন কল্যাণী এমসে চিকিৎসার জন্য আসেন। ২০২৬ সালে আপনারা পরিবর্তন এনে দিন রাজ্যে। বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব। উন্নয়নই মোদি সরকারের একমাত্র লক্ষ্য।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]