Print

SomoyKontho.com

লেবানন থেকে ফিরছেন আরও ৩৬ বাংলাদে‌শি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৪ , ৮:১২ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ৮:১২ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যুদ্ধ‌ বিধ্বস্ত লেবাননের বৈরুত থেকে পঞ্চম দফায় দেশে ফিরছেন আরও ৩৬ বাংলাদে‌শি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে তারা রওনা দেবেন।বৈ রুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

দূতাবাস জানায়, লেবানন থে‌কে পঞ্চম দফায় ৩৬ বাংলাদে‌শি নাগ‌রিক ২৯ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তারা জেদ্দা হয়ে এ‌দিন রাতে ঢাকায় পৌঁছাবেন।
লেবানন থেকে এখন পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফেরেন আরও ৩০ জন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]