Print

SomoyKontho.com

বিএনপি-যুবদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৪ , ৮:১৫ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ৮:১৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যুবদলের অফিস ভাঙচুর করা হয়। সোমবার (২৮ অক্টোবর) রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় ঘটে এ ঘটনা।

পুলিশ জানায়, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সঙ্গে পৌর বিএনপি নেতা সুমন খানের অন্তঃকোন্দল বিদ্যমান। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের নিয়ন্ত্রণাধীন যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]