Print

SomoyKontho.com

একদিনেই গাজায় ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৪ , ১০:২৫ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন থামছেই না। মঙ্গলবার অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে দখলদার বাহিনীর তাণ্ডবে কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছে। একটি মেডিক্যাল সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]