Print

SomoyKontho.com

শর্ত দিয়ে সালমানকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৪ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গতকাল আবারো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে। মুম্বাই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো এক বার্তায় সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তির পাঠানো মেসেজে বলা হয়েছে, সালমান খান ২ কোটি রুপি না দিলে তাকে হত্যা করা হবে। হুমকিদাতার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

মুম্বাইয়ের ওরলি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ইন্ডিয়ান পেনাল কোড ৩৫৪ (২), ৩০৮ (৪) ধারায় মামলা নথিভুক্ত হওয়ার তথ্য এ প্রতিবেদনে জানানো হয়েছে৷

গত শুক্রবার সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে পুলিশ শনাক্ত করে হুমকিদাতা যুবকের নাম মো. তায়ুব। গতকাল নদীয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পরের দিনই নতুন করে প্রাণনাশের হুমকি পেলেন সালমান খান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]