চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর ও ইয়াকুব আলী।
স্থানীয় এলাকাবাসী জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকা-পয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। পরে ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও তার ভাই ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যান।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]