Print

SomoyKontho.com

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৪ , ৯:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ৯:৩৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক রদবদল হয়েছে। ক্রীড়াঙ্গণেও এর ছোয়া লেগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে বিসিবি কয়েকটি সভাও হয়েছে।

তবে এই সভাগুলোতে বোর্ডের অনেক পরিচালকই অনুপস্থিত ছিলেন। যেখানে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়।  বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়েছে। এর মধ্যে আছেন সর্বশেষ সভাপতি নাজমুল হাসানও।

এর বাইরে তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের মধ্যে অন্যরা হলেন, ইসমাইল হায়দার, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী। পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও এনায়েত হোসেনের।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি বরাবর চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতা জানতে চেয়েছিল। বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটা জানতে চেয়েও চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই বিসিবি বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]