Print

SomoyKontho.com

লেবানন থেকে আজ ফিরছেন আরও ৫২ বাংলাদেশি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৪ , ১:১০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১:১১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছেন ৫২ বাংলাদেশি। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র  সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে এসব বাংলাদেশি দেশে ফিরছেন।

দূতাবাস জানায়, ষষ্ঠ দফায় বৃহস্পতিবার ৫২ বাংলাদেশি নাগরিক বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওনা হবেন। তাদের ওইদিন বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে রওনা হ‌য়ে রা‌তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা রয়েছে।

এদিকে, বুধবার (৩০ অক্টোবর) সকালে ফেরেন ৩৬ জন প্রবাসী বাংলাদেশি। এ পর্যন্ত মোট ২১৬ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
আইওএম’র পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার  টাকা হাতখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]