Print

SomoyKontho.com

ইসি পুনর্গঠনে সার্চ কমিটির সদস্য হলেন তাহসানের মা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৪ , ১:৫০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৬ সদস্যদের অনুসন্ধান কমিটি (সার্চ) গঠন করে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৬ সদস্যদের এই কমিটিতে জায়গা পেয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

তাহসান খানের মা জিন্নাতুন নেছা তাহমিদা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাশ করেন এবং ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]