Print

SomoyKontho.com

আরও পাঁচ বছর বার্সেলোনায় থাকছেন লোপেজ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১, ২০২৪ , ৮:১৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বার্সেলোনার একাডেমি পেরিয়ে মূল দলে সুযোগ পাবার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন ফেরমিন লোপেজ। ধারাবাহিকভাবে পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন হাতেনাতে। এই মিডফিল্ডারের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলো বার্সেলোনা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে লোপেজের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। ২১ বছর বয়সী স্প্যানিশ তারকার সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে কাতালানরা।রিলিজ ক্লজ ধরা হয়েছে মোটা অংকের। তাকে নিতে হলে অন্য ক্লাবকে গুনতে হবে ৫০ কোটি ইউরো।

বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা লোপেজ গেল মৌসুমে মূল দলে সুযোগ পান। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে গোল করেন ১১টি। চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে ৬টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। তাতে দলের জয়ে রেখেছেন অবদান। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের জয়ে করেন অ্যাসিস্ট।

এই মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের থেকে তারা এগিয়ে আছে ৬ পয়েন্টে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]