Print

SomoyKontho.com

বলিউড বাদশা’র জন্মদনি আজ, রাজকীয়ভাবে সাজানো হয়েছে স্বপ্নের ‘মান্নত’

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৪ , ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৪, ১:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দীপাবলি শেষ হলেও মুম্বই শহরের উৎসব এখনও শেষ হয়নি। কারণ, শহরের সবচেয়ে বিশেষ মানুষটির যে আজ জন্মদিন। আজ ২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। তাই আরবসাগর পারে খুশির আমেজ। আরবসাগর পারে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।

রাজকীয়ভাবে সাজানো হয়েছে কিং খানের স্বপ্নের ‘মন্নত’। বার বার অনেক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জীবনে একটা বাড়ির শখ ছিল তাঁর। যেখানে তাঁর পরিবার থাকবে। খুব অল্প বয়সেই মা-বাবাকে হারান নায়ক। তার পর থেকে তাঁর এই একটাই অদম্য ইচ্ছা ছিল।

যেমনটা স্বপ্ন দেখেছিলেন তাঁর সব স্বপ্ন পূরণ হয়েছে। সেখানেই তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন সবাই। মুম্বইয়ে আরবসাগরের ঠিক উল্টো দিকেই শাহরুখের প্রাসাদ। বাড়ির সামনে একটা রাস্তা। কিং খানের জন্মদিনে সেই রাস্তা দিয়ে হাঁটা দায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আজ থাকবেন। শুধু তাই নয়, এবারের জন্মদিনে প্রায় ২৬০ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন গৌরী খান। থাকবেন বলিউডের অনেক তারকারাও।

তবে মাঝের একটা বছর অবশ্য নায়কের খুবই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। মাঝে একগুচ্ছ ছবি বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। অনেকেই ভেবেছিলেন এবার শাহরুখের সাম্রাজ্য শেষের পথে। সেই ভাবনা যে সম্পূর্ণ ভুল বোঝা গিয়েছে ২০২৩ সালে নায়কের রেজাল্টে।

তবে যে বছর ছেলে আরিয়ান খানকে নিয়ে রীতিমতো টানাপড়েন চলেছে। সেই বছর জন্মদিনে নায়ককে এক ঝলকও দেখা যায়নি তাঁর জন্মদিনে। মাদকমামলায় বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল গোটা খান পরিবারকে। যদিও সে সব এখন অতীত। আবারও পুরনো ছন্দে ফিরেছে গোটা পরিবার। নায়কেহর স্ত্রী গৌরী খান চুটিয়ে নিজের ইন্টিরিয়র ডিজাইনের কাজ করছেন। অন্য দিকে দুই ছেলে-মেয়ে বড় হয়ে গিয়েছে। আরিয়ান নিজের ব্র্যান্ড খুলেছেন।

সেই সঙ্গে তিনি ক্যামেরার পিছনেও কাজের পরিকল্পনা করছেন। অন্য দিকে শাহরুখের মেয়ে সুহানা খানকে ইতিমধ্যেই ওয়েব সিরিজে দেখে ফেলেছেন দর্শক। মাঝে মাঝেই তাই খান পরিবারকে দেখা যাচ্ছে দেশ-বিদেশের ইতিউতি। কিছু দিন আগে নিউ ইয়র্কের একটি দোকানে বাবা-মেয়েকে দেখা যায় কেনাকাটা করতে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]