Print

SomoyKontho.com

চিড়ার পোলাও

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২৪ , ১০:২৩ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ছুটির দিনে বাসায় রান্না করতে পারেন চিড়ার পোলাও। অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপি।

উপকরণ:

চিড়া: ২ কাপ
ঘি: ৩ টেবিল চামচ
টমেটো কিউব: আধা কাপ
পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ
রোস্টেড কাজুবাদাম: সিকি কাপ
কাঁচা মরিচকুচি ২-৩টি
হলুদ গুঁড়া: সিকি চা–চামচ
মরিচ গুঁড়া আধা চা–চামচ
জিরা গুঁড়া:  আধা চা–চামচ
ধনিয়া গুঁড়া: আধা চা–চামচ
আদাকুচি: আধা চা–চামচ
আস্ত সরিষা: আধা চা–চামচ
লবণ: স্বাদমতো।

তৃতীয় ধাপ: কষানো মসলার মধ্যে ভেজানো চিড়া দিয়ে দিন। তারপর স্বাদমতো লবণ দিয়ে হালকা টস করে নেড়ে নিতে হবে। চিড়ার সঙ্গে মসলা মিশে গেলে নামিয়ে পরিবেশন করুন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]