Print

SomoyKontho.com

আজ মৌসুমীর জন্মদিন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২৪ , ১:২৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমী। রোববার (৩ নভেম্বর) ৫১ বছর বয়স পূর্ণ করলেন তিনি। সাধারণত, বিশেষ দিনটিতে  তেমন কোনো আয়োজন রাখেন না। অনেকটা ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করে থাকেন। তার মধ্যে এবার দেশে নেই এই নায়িকা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।

সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন মৌসুমী। আজ সকালে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। মূলত, এটি পূর্বের জন্মদিনে তোলা। এ ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী, অন্য কোনো কথা লিখব না, শুধু বলব সবাই মিলে বলব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন।

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান।

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহের সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]