Print

SomoyKontho.com

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ভারত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২৪ , ২:০৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ম্যাচটি জিততে পারলো না ভারত। আরও একবার ব্যর্থ হলো ভারতীয় ব্যাটাররা। তিন ম্যাচের সিরিজের শেষ টেস্টে ২৫ রানে হেরে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলো স্বাগতিকরা।

২৪ বছর পর এই প্রথম ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত। এর আগে সর্বশেষ ১৯৯৯-২০০০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ভারতীয়রা। তবে ৩-০ ব্যবধানে এবারই প্রথম ঘরের মাঠে ধবলধোলাই হলো ম্যান ইন ব্লুজরা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]