Print

SomoyKontho.com

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে ১৩৭০ জন হাসপাতালে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২৪ , ৯:৪৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৫, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৩২৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৭০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। এর আগে গত ৩ নভেম্বর একদিনে এক হাজার ৩০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ১৩৮ জন ডেঙ্গুরোগী।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]