বিবিসি জানিয়েছে, বুধবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ছুরি হামলার খবর জানিয়ে পুলিশ ও অ্যাম্বুলেস কর্মীদের ডাকা হয়।
ঘটনাস্থলে গিয়ে ছয়জন আহতকে পাওয়া যায়; কিছুক্ষণ পর আহত এক নারীকে মৃত ঘোষণা করা হয়। নিহতের বয়স ৬০ এর কোঠায় বলে জানিয়েছে পুলিশ।
রাত ১০টা ৩৯ মিনিটে ১৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের সময় টেসার গান ব্যবহার করা হয়।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে এ ঘটনার সম্পর্ক থাকতে পারে অথবা মানসিক স্বাস্থ্য এ ঘটনার একটি ‘উল্লেখযোগ্য কারণ’ হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসেল স্কয়ারের মাঝামাঝি পার্কের বাইরে সাউথাম্পটন রো-তে পুলিশের একটি ফরেনসিক তাঁবু স্থাপন করা হয়েছে। এই এলাকাটি ব্রিটিশ মিউজিয়ামের নিকটবর্তী।
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। স্থানটিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসির প্রতিনিধি।
স্কটল্যান্ড ইয়ার্ডের সহকারী কমিশনার মার্ক রাওলি জানিয়েছেন, এই হামলায় আহত পাঁচজনের শরীরে অনেকগুলো আঘাত লেগেছে। আহতদের মধ্যে একজন নারী আছেন বলে জানিয়েছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com