Print

SomoyKontho.com

ফাঁকা হতে শুরু করেছে কমলার নির্বাচনী ওয়াচ পার্টি, চলে যাচ্ছেন সমর্থকরা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৪ , ১:০৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৪, ১:১০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

হাওয়ার্ড ইউনিভার্সিটির কেন্দ্রে অবস্থিত যে মাঠে কমলার সমর্থকরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, সে মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরের পরপরই কমলা সমর্থকরা ঘরে ফিরতে শুরু করেছেন। শত শত সমর্থক নির্বাচনী ওয়াচ পার্টি ত্যাগ করছেন।তাদের বেশিরভাগই মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে, আজ রাতের ওয়াচ পার্টিতে কমলার উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জয় উদযাপন করছেন ট্রাম্প সমর্থকরা। নির্বাচনি ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে তার সমর্থকদের উল্লাসের ছবি সামনে আসছে।

কেউ ট্রাম্পের নির্বাচনি প্রচারণার স্লোগান ‘মেইক অ্যামেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লিখা টুপি পরেছেন, আবার কেউ আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন রিপাবলিকানরা

ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এখন পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের ৫১টি আসন নিশ্চিত করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ৫০ আসন পেলেই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

জর্জিয়ায় জিতলেন ট্রাম্প

গুরুত্বপূর্ণ আরও একটি সুইং স্টেট জর্জিয়ায় বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৩০ বছর পর এই প্রথম জর্জিয়ায় জয় পেল রিপাবলকানরা।

ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনায় বিজয়ী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে খ্যাত নর্থ ক্যারোলাইনায় জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাজ্যটির ১৬টি ইলেকট্রোরাল ভোট পেয়েছেন তিনি।

এটি ট্রাম্পের জন্য বড় ধরনের সুখবর। কারণ এটি প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট নিশ্চিত করার পথে তাকে এগিয়ে রাখবে।

তবে বাকি ৬টি সুইং স্টেটের ফলাফল এখনও জানা যায়নি। যার মানে ফলাফল কমলা হ্যারিসের পক্ষেও যেতে পারে, বিশেষ করে যদি কমলা তিনটি রাস্ট বেল্ট রাজ্য – উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান জয় করতে পারেন।

২০১৬ এবং ২০২০ সালের নির্বাচনেও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানরা জিতেছিলেন। সর্বশেষ ডেমোক্র্যাটিক প্রার্থী যেনি এই রাজ্যে জয়লাভ করেন তিনি ২০০৮ সালে বারাক ওবামা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]