আহত হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘হান্টার টু’ ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন ৬৩ বছর বয়সি এই অভিনেতা। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “হান্টার’ ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে খারাপভাবে আহত হয়েছেন সুনীল শেঠি। অ্যাকশন দৃশ্যের সময়ে সুনীলের পাঁজরে গিয়ে কাঠের আঘাত লাগে।”
শুটিং সেটে চিকিৎসক ডাকার কথা উল্লেখ করে গতকাল সূত্রটি বলেন, ‘সেটে ডাক্তার ও এক্সরে মেশিন আনার জন্য বলা হয়েছে। তবে ব্যথায় কাতরাচ্ছেন সুনীল শেঠি।’
সুনীল শেঠির আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থা জানিয়ে এ অভিনেতা তার মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, ‘ছোট একটি আঘাত পেয়েছি, গুরুতর কিছু না। আমি পুরোপুরি ঠিক আছি এবং পরবর্তী শুটিংয়ের জন্য প্রস্তুত। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com