Print

SomoyKontho.com

ক্যাম্পেইন ম্যানেজারকে হোয়াইট হাউজের বড় দায়িত্ব দিলেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৪ , ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ক্যাম্পেইন ম্যানেজার সুসি ওয়াইলসকে নতুন দায়িত্ব দিয়ে হোয়াইট হাউজে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সুসি ওভাল অফিসের ‘চিফ অব স্টাফ’ পদে নিযুক্ত হচ্ছেন। তার কাজ হবে বাকি প্রশাসনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করা। ট্রাম্পের ভাবনা প্রশাসনিক স্তরে রূপায়িত হচ্ছে কি না, তা-ও নজরে রাখবেন তিনি। এই প্রথম হোয়াইট হাউজের ‘চিফ অব স্টাফ’ পদে কোনো নারীকে নিযুক্ত করা হলো।

মূলত সুসির পরামর্শেই নির্বাচনের সময় নিজের প্রচার কৌশল ঠিক করেছিলেন ট্রাম্প। নির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহলের তথ্য অনুযায়ী, প্রচারপর্বে ট্রাম্পকে সময়ানুবর্তী ও নিয়মনিষ্ঠ করে তুলতে অনেকটাই সফল হয়েছিলেন সুসি। সুসি এই প্রচারকৌশলী দীর্ঘ দিন ধরেই রিপাবলিকান পার্টির হয়ে কাজ করেন। ১৯৮০ সালে রোনাল্ড রিগানের আমলেও প্রচার কৌশল নির্ধারণের দায়িত্বে ছিলেন তিনি।

যদিও বরাবারই প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালবাসেন সুসি। বুধবার জয় নিশ্চিত হওয়ার পরে ফ্লোরিডায় ট্রাম্প যখন বিজয়-ভাষণ দিচ্ছেন, তখন শত অনুরোধেও মঞ্চে ভাষণ দিতে রাজি হননি সুসি।

তবে তার কৃতিত্বের কথা স্বীকার করে ট্রাম্প একটি লিখিত বিবৃতিতে বলেন, তিনি খুব শ্রদ্ধাশীল, উদ্ভাবনী শক্তিসম্পন্ন মানুষ।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
একই সঙ্গে ট্রাম্প জানান, আমেরিকাকে ফের শ্রেষ্ঠ করে তুলতে নিরলস ভাবে কাজ চালিয়ে যাবেন সুসি। ট্রাম্প অনুগামীদের একাংশের বক্তব্য, তখনই বোঝা গিয়েছিল সুসি বড় পদ পেতে চলেছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]