Print

SomoyKontho.com

রাতের মরণ ফাঁদ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৪ , ৮:৫৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এডি পিনব (সিলেট প্রতিনিধি) সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ, ভাটেরা কুলাউড়া পৌছানোর জন্য একমাত্র রাস্তা হলো সিলেট হুমায়ুন রশীদ চত্ত্বর মহাসড়ক। যার এক পাশ দিয়ে ঢাকা চট্টগ্রামসহ সারা দেশের  যাতায়াতের একমাত্র রাস্তা, অন্য পাশে ফেঞ্চুগঞ্জ রোড এবং বিপরীতে রয়েছে সিলেট সদরে ঢুকার রাস্তা। কিন্তু বেশ কয়েক বছর যাবৎ থেকে এ রাস্তার উপর দিয়ে চলছে ছিনতাই কারিদের অভিনব কায়দায় লুটপাট কার্যক্রম।

সাধারণত রাত ০৯ টার পর গেটলকসহ লোকাল বাস বন্ধ হয়ে যায় সি এন জি চালকেরাও রিজার্ভ ছাড়া কোথাও যেতে চান না, অসহায় যাত্রীরা বাড়ি ফেরার তাগিদ নিয়ে পয়েন্টের সামনে গিয়ে চলমানরত গাড়িতে হাত নাড়িয়ে নেয়ার জন্য অনুরোধ করেন৷ এ সুযোগে কিছু কুচক্রী মহল গাড়িতে যাত্রীদের তুলে সিলেট সদর ছেড়ে পারাইর চকে এসে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের সর্বশান্ত করে যায় দিতে বাঁধা দিলে তারা অস্ত্রের ব্যবহার করে।অনেকেই আছেন বিয়ের বাজার বা তাঁদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অনেক কিছু নিয়ে যাতায়াত করতে গিয়ে সব হারিয়ে নিশ্ব হোন। এ ধরনের ঘটনা হামেশাই ঘটছে নিরূপায় যাত্রীদের, বাড়ি ফেরার তাগিদে আর কোন রাস্তাও নেই, একজন ভুক্তভোগী ফেঞ্চুগঞ্জ এর বাসিন্দা নাসিম সারোয়ার(২৭) জানান যে গত অক্টোবর মাসের ০৩ তারিখে তিনি রাত সাড়ে নয়টার দিকে ফেঞ্চুগঞ্জের গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি সি এন জি আসতে দেখে হাত নাড়ান সি এন জি থামার পর তিনি দেখলেন পিছনে ০৩ জন ও সামনে একজন যাত্রী বসে আছেন সীট একটাই খালি তাড়াহুড়ো করে না উঠলে অন্য কেউ জায়গা নিয়ে নিভে ভেবে গাড়িতে উঠলেন নাসিম, পারাইর চক আসা পর তিনি টের পেলেন পিছন থেকে একজন তাকে ধারালো অস্ত্র দিয়ে গলার দিকে আনছেন টের পেয়ে চলন্ত গাড়ি থেকে ঝাপ দেন নাসির তাকে ফেলে রেখেই সি এন জি দ্রুত চলে যায়,

উল্লেখ্য পারইর চক সদর থেকে বাহির হওয়ার নিরিবিলি রাস্তা। আহত নাসিম এখনো অসুস্থ। এ রাস্তার উপর প্রশাসনের সুদৃষ্টি সহ, সিরিয়েলের বাস ও সি এন জির চলাচল রাখতে তাঁদের দাবি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]