Print

SomoyKontho.com

স্বামীকে টপকে রেকর্ড গড়লেন বিয়ন্সে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২৪ , ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। শুক্রবার স্থানীয় সময় (৮ নভেম্বর) ভোরে ৬৭তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা। গ্র্যামি মনোনয়নে রেকর্ড গড়েছেন বিয়ন্সে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে তার ক্যারিয়ারে গ্র্যামি মনোনয়নের সংখ্যা হলো ৯৯টি। এত মনোনয়নের রেকর্ড অন্য কোনো শিল্পীর দখলে নেই। তবে রেকর্ডিং একাডেমিস টপ প্রাইজ কিংবা অ্যালবাম অব দ্য ইয়ার এখনো জিতেননি এই শিল্পী।

ব্যক্তিগত জীবনে জে-জেডের সঙ্গে ঘর বেঁধেছেন বিয়ন্সে। মজার ব্যাপার হলো, এবার সর্বোচ্চ মনোনয়ন পেয়ে স্বামীর রেকর্ড ভেঙে দিয়েছেন এই গায়িকা। এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৮৮টি মনোনয়ন ছিল বিয়ন্সের স্বামী জে-জেডের।

এবার ৯৪টি বিভাগে গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এ আসরে ৭টি করে মনোনয়ন পেয়েছেন চার্লি এক্সসিএক্স, বিলি আইলিশ, কেন্ড্রিক লামার, পোস্ট ম্যালোন। আর ৬টি করে মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট, চ্যাপেল রোয়ান, সাবরিনা কার্পেন্টার।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২ ফেব্রুয়ারি বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]