Print

SomoyKontho.com

বিপদসীমার চূড়ান্ত পর্যায়ে ফেঞ্চুগঞ্জের লামা গঙ্গাপুর রাস্তা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২৪ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এডি পিনব (সিলেট প্রতিনিধি): সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার, ফেঞ্চুগঞ্জ থেকে ভাদেশ্বর, মীরগঞ্জ, মানিককোনা যাওয়ার অন্যতম একটিই রাস্তা মল্লিকপুর স্ট্যান্ড। মল্লিক পুর থেকে ছেড়ে আসার একটু পরি লামা গঙ্গাপুর মোড় রাস্তা পার হয়ে যেতে হয় গাড়ির।

গত কয়েক বছর যাবৎ এ মোড়ের রাস্তা ভয়াবহ বিকল অবস্থায় আছে, রাস্তা পরিবর্তন করে অন্য দিকে দেওয়ার দাবি চালক শ্রমিকদের দীর্ঘদিনের।২০২২ এর বন্যার পরবর্তী ভাঙ্গা রাস্তার জন্য লোহার পাইপ ও মাটির বস্তা দিয়ে বাঁধ দেয়া হলেও ২০২৪ এ বন্যায় তা তলিয়ে গেছে সর্বশেষ রাস্তা ভেঙ্গে মাঝামাঝি চলে এসেছে তার পরো জীবনের ঝুঁকি নিয়ে ফাটল রাস্তার উপর দিয়ে চালকেরা গাড়ি নিয়ে যাচ্ছেন। এ অবস্থার প্রেক্ষিতে শীঘ্রই রাস্তা ভেঙ্গে তলিয়ে যাবে হতে পারে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা দ্রুত রাস্তাটির মোড় পরিবর্তন করে অন্যত্র না দিলে যানমালের সাথে হতে পারে জীবনের বিপর্যয়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জনাব আপজল হোসেন সময়কন্ঠকে বলেন-  এ রাস্তার মোড় পরিবর্তন করা চালক শ্রমিকদের প্রাণের দাবি দীর্ঘ দিন পর রাস্তার কাজ আসলেও ০৫ ই আগস্টের পর উপজেলা পরিষদ ভেঙ্গে দেয়া পর কাজটি বন্ধ হয়ে যায়, তবে আমরা অতি দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সাহায্য এ কাজে লাগলে কাজটি আরো সুন্দর হবে বলে তিনি জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]