Print

SomoyKontho.com

ইরানির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২৪ , ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার জন্য ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস কর্পসের নির্দেশে একটি কথিত ষড়যন্ত্রের জন্য এক ইরানর বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি নামের ওই ইরানি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছিলেন, তাকে গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছিল।’ শাকেরি আইন প্রয়োগকারী সংস্থাকে আরো জানিয়েছিলেন, তিনি আইআরজিসির নির্দেশিত সময়সীমার মধ্যে এমন একটি পরিকল্পনা প্রণয়ন করতে চান না।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার এক বিবৃতিতে বলেছেন, এই দাবিটি ‘আমেরিকা ও ইরানের মধ্যকার বিষয়গুরোকে জটিল করার’ জন্য ইসরায়েল এবং দেশের বাইরে ইরানবিরোধীদের একটি ‘বিদ্বেষমূলক’ চক্রান্ত৷

মার্কিন বিচার বিভাগ ৫১ বছর বয়সী শাকেরিকে তেহরানে বসবাসকারী বিপ্লবী গার্ডের সদস্য হিসাবে বর্ণনা করেছে। তিনি ছোটবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন এবং ২০০৮ সালের দিকে ডাকাতির অভিযোগে তাকে ফেরত পাঠানো। বর্তমানে শাকেরি পলাতক এবং ইরানে আছেন বলে বিশ্বাস করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]