Print

SomoyKontho.com

গুলিস্তানে হামলার পরিকল্পনা, আ.লীগ কার্যালয় থেকে আটক ১

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২৪ , ১১:৩৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রোববার (১০ নভেম্বর) গুলিস্তান জিরো পয়েন্টে জনতার হাতে আটক হয়েছেন দলটির এক নেতা। প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। তবে তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানান, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের ‘এ’ টিমের সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। ১০ নভেম্বর ঘিরে তারা হামলার পরিকল্পনা করছিল।

তারা আরও বলেন, আ.লীগের ওই নেতাকে আটকের পর তিনি দুই তিন লাখ টাকা বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলেন।

অন্য আরেক যুবক বলেন, আ.লীগের ওই নেতা ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

তবে আটক ব্যক্তি নিজেকে আ.লীগের কর্মী স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]