Print

SomoyKontho.com

সন্তান নিয়ে দৌড়ে ক্রিস্টিনার বিশ্ব রেকর্ড

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১২, ২০২৪ , ১:০৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ১:০৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দশ কিলোমিটার দৌড়ানো মোটেও সহজ কথা নয়। ১ বছর ৭ মাস বয়সী সন্তানকে নিয়ে যদি দৌড়াতে হয়, তাহলে দৌড়ানো কত কঠিন, একবার ভেবে দেখুন। কিন্তু এক মা এই কাজটি করে দেখিয়েছেন। আর নিজের নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ওই মা ইউক্রেনের নাগরিক ক্রিস্টিনা বোগোমিয়াগকোভা। সন্তানকে স্ট্রলারে বসিয়ে ১০ কিলোমিটার দৌড়েছেন তিনি। এ জন্য সময় নিয়েছেন মাত্র ৩৭ মিনিট ২৬ সেকেন্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিলে পোল্যান্ডের স্টার বাবিকে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন ক্রিস্টিনা। তখন তার ছেলের বয়স ছিল মাত্র ১ বছর ৭ মাস। ক্রিস্টিনার বয়স ৩৩ বছর। ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি দারুণ ঝোঁক ছিল ক্রিস্টিনার। মাত্র ৮ বছর বয়স থেকে দৌড় তার প্রাত্যহিক জীবনের অংশ।

ক্রিস্টিনা জানিয়েছেন,  প্রতিযোগিতায় দৌড়ানোর সময় তার ছেলে খুব সহযোগিতা করেছে। পুরোটা সময় ছেলে জেগে ছিল। এবং সে নিজের মনে গান গেয়েছে।

আবহাওয়া যেমনই থাকুক, ক্রিস্টিনা তার ছেলেকে স্ট্রলারে নিয়ে প্রতিদিন ১৪ কিলোমিটার দৌড়ান। এই রেকর্ড গড়তে ৯ মাস ধরে ছেলেকে নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]