Print

SomoyKontho.com

৩১ বছর পর আসছে শাহরুখ-কাজলের ‘বাজিগর টু’

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৪, ২০২৪ , ৮:৩১ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৪, ২০২৪, ৮:৩১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

শাহরুখ খান ও কাজলকে নিয়ে পরিচালক জুটি আব্বাস-মাস্তান নির্মাণ করেন ‘বাজিগর’ সিনেমা। ১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তি পায় এটি। এ সিনেমা মুক্তির পর রাতারাতি তারকা বনে যান শাহরুখ-কাজল।

গতকাল এ সিনেমা মুক্তির ৩১ বছর পূর্ণ করেছে। বিশেষ দিনে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক রতন জৈন। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

রতন জৈন বলেন, “বাজিগর টু’ সিনেমা নিয়ে শাহরুখ খানের সঙ্গে আমরা কথা বলেছি। এখনো সেরকম কিছু চূড়ান্ত হয়নি। কিন্তু অবশ্যই ‘বাজিগর টু’ নির্মিত হবে।”

‘বাজিগর টু’ সিনেমার চিত্রনাট্য এখনো চূড়ান্ত হয়নি। তবে এ নিয়ে কাজ চলছে। শাহরুখ খান চূড়ান্ত সম্মতি দিলেই সিনেমাটির বাকি কাজ শুরু করবেন বলেও জানান এই প্রযোজক।

‘বাজিগর’ মুক্তির আগে পরিচালক জুটি আব্বাস-মাস্তানের সময়টা ভালো যাচ্ছিল না, তবে এই সিনেমা আগের ফ্লপের ধাক্কা পুষিয়ে দেয়। সিনেমাটি তৈরি হয় হলিউড সিনেমা ‘আ কিস বিফোর ডায়িং’-এর প্রেরণায়।

সিনেমাটিতে অজয় শর্মা ওরফে ভিকি মালহোত্রার চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়ছিল অক্ষয় কুমারকে। নেতিবাচক চরিত্র হওয়ায় তা ফিরিয়ে দেন তিনি। পরে অজয় দেবগন, সালমান খান, আরবাজ খানসহ অনেককেই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু একই কারণে সবাই প্রত্যাখ্যান করেন। সর্বশেষ কাজটি গ্রহণ করেন শাহরুখ খান।

নায়িকা চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। তাদের ভাবনা ছিল শ্রীদেবীকে দিয়ে দ্বৈত চরিত্রে অভিনয় করাবেন। পরে সিদ্ধান্ত বদলে নেওয়া হয় দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠিকে। সেই সময়ে শাহরুখ খান, কাজল ও শিল্পা শেঠি— তিনজনই ছিলেন নতুন মুখ।

নতুন মুখ নিয়ে ‘বাজিগর’ নির্মাণ করায় একটা ঝুঁকি ছিল নির্মাতাদের। কিন্তু মুক্তির পর ব্লকবাস্টার হয়। ৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ৩২ কোটি রুপির বেশি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]