Print

SomoyKontho.com

পশ্চিমবঙ্গ থেকে আজমীরগামী ট্রেন লাইনচ্যুত, হতাহত অর্ধশতাধিক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০১৬ , ৭:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৬, ৭:৫৭ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঢাকা: উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয়েছে পশ্চিমবঙ্গের শিয়ালদা থেকে আজমীরগামী একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের ১৫টি কামরা।

বুধবার (ডিসেম্বর ২৮) ভোর সাড়ে ৫টা নাগাদ কানপুরের কাছে রুড়া স্টেশনের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে ২ জনের প্রাণহানির পাশাপাশি অন্তত ৪৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে নয়াদিল্লির মধ্যে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।

এর আগেও গত ২০ নভেম্বর মর্মান্তিক রেল দুর্ঘটনা সংঘটিত হয় কানপুরে। গভীর রাতে পুখরায়ার কাছে লাইনচ্যুত হয় মধ্যপ্রদেশের ইন্দোর থেকে পটনাগামী ১৯৩২১ রাজেন্দ্রনগর এক্সপ্রেস। মারা যান ১৫০ জন। আহত হন দেড়শতাধিক যাত্রী। ওই ঘটনায় রেশ কাটতে না কাটতেই ফের কানপুরের কাছে এই রেল দুর্ঘটনা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]