জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় চলতি দশকের শেষ নাগাদ উন্নয়নশীল দেশগুলোর প্রতি বছর কমপক্ষে এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন। বাকুতে কপ ২৯ সম্মেলনে অর্থনীতিবিদরা এ কথা বলেছেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে সোমবার (১১ নভেম্বর) কপ-২৯ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে অনেক বিশ্বনেতা যোগ দিলেও ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে অংশ নেননি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একজন প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন ব্রাসেলসে রাজনৈতিক পরিস্থিতির কারণে যোগ দেননি। কূটনৈতিক বিরোধের কারণে সম্মেলনে আর্থিক চুক্তিতে পৌঁছানোর প্রাথমিক প্রচেষ্টাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
এবারের সম্মেলনে অর্থায়নের ওপর জোর দেওয়া হয়েছে। চরম আবহাওয়া মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোতে সবুজ শক্তিতে রূপান্তরে প্রতিবছর অর্থায়ন প্রয়োজন। এ ব্যাপারে ধনী দেশ, উন্নত ঋণদাতা এবং বেসরকারি খাত আবশ্যিকভাবে কতটা সাহায্য করতে পারবে সে বিষয়ে সম্মত হওয়ার ওপরে এবারের সম্মেলনের সাফল্য নির্ভর করছে। তবে সরকারি মতানৈক্য এবং রাজনৈতিক পেশীবাদের উত্থান জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অর্থায়ন চুক্তিতে পৌঁছা মুশকিল হয়ে পড়বে।
সম্মেলনের প্রধান আলোচক ইয়ালচিন রাফিয়েভ একটি সংবাদ সম্মেলনে বলেছেন,‘দলগুলোকে অবশ্যই মনে রাখতে হবে যে ঘড়ির কাঁটা টিক টিক করছে। তাদের অবশ্যই এই মূল্যবান সময়টিকে একে অপরের সাথে সরাসরি কথা বলতে হবে।’
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com