Print

SomoyKontho.com

৭ গোলে আবারও প্রতিপক্ষকে বিধ্বস্ত করলো জার্মানি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৪ , ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জার্মানি সবসময়ই প্রতিপক্ষের জন্য আতঙ্কের। কারণ, একবার গোল করা শুরু করলে আর বিরতি নেই। প্রতিপক্ষের জাল ছিন্ন-বিচ্ছিন্ন করেই ছাড়বে। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তা অনুভব করেছিল ব্রাজিল। উয়েফা নেশনস লিগে শনিবার তেমনি তিক্ত স্বাদ পেল বসনিয়া ও হার্জেগোভিনা। জার্মানির ইউরোপা-পার্ক স্টেডিয়ামে খেলতে এসে ৭-০ গোলে হারলো দলটি। নেশনস লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানের ম্যাচ।

গ্রুপ এ-৩ থেকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে আগেই উঠেছে জার্মানরা। সে হিসাবে গ্রুপ পর্বে গতকালের ম্যাচসহ বাকি ম্যাচটি জার্মানদের জন্য শুধু নিয়মরক্ষার। গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও নিজেদের শক্তিমত্তা দেখাতে প্রস্তুত জার্মানি। সে লক্ষ্যে ২০২৬ বিশ্বকাপের আগে আরও একবার নিজেদের বিধ্বংসী রূপ দেখালো হুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর নাগসলম্যানের অধীনে এটিই জার্মানির সবচেয়ে বড় জয়।

শনিবার জোড়া গোল করেন টিম ক্লেইনডিয়েনস্ট ও ফ্লোরিয়ান ভিরটজ। জার্মানির হয়ে বাকি তিন গোল করেন- জামাল মুসিয়ালা, কাই হ্যাভেরটজ ও লিরয় সানে।

ম্যাচের পর জার্মান কোচ নাগলসম্যান বলেন, ‘আজ কোনো ইনজুরি ছিল না এবং আমাদের পাল্টা চাপও অসাধারণ ছিল। প্রতিপক্ষের বিপক্ষে সাত গোল করা গভীর অনুভূতি। আমরা জিততে চেয়েছিলাম এবং দ্রুত বলটি এগিয়ে নিয়ে খেলতে চেয়েছিলাম। দ্রুত পরিবর্তন ও সুযোগ খুঁজে বের করতে চেয়েছিলাম। এমন কিছু

আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে হাঙ্গেরি যাবে জার্মানি। বর্তমানে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানরা। সামনের ম্যাচ হারলেও শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করবে নাগলসম্যানের দল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com