Print

SomoyKontho.com

দিতির শেষ ছবি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০১৭ , ৯:৫১ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০১৭, ৯:৫১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিনোদন ডেস্ক |
‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘তুখোড়’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে শুক্রবার (২০ জানুয়ারি)। ছবি দুটির নায়ক-নায়িকা চলচ্চিত্রে নতুন। এর মধ্যে ‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। এটিই হতে যাচ্ছে তার শেষ ছবি।
রয়েল খান পরিচালিত এই ছবিতে নায়ক-নায়িকা হলেন সুমিত ও তানহা মৌমাছি। সারা দেশের ৪৮টি হলে ছবিটি মুক্তি পেয়েছে এটি। ছবিটির সব শিল্পী ও কলাকুশলী এমন আনন্দের দিনে দিতিকে স্মৃতিচারণ করছেন। তারা জানান, দিতির কারণে ‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিটি স্মরণীয় হয়ে থাকবে।

ছবিটির পরিচালক রয়েল খান বলেন, ‘ছবিতে দুটি দাম্ভিক পরিবারের গল্প বলা হয়েছে। একটি চৌধুরী পরিবার, অন্যটি খান পরিবার। এর মধ্যে দিতি আপা ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আজ তিনি নেই।’

‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিতে আরেক জোড়া নায়ক-নায়িকা রয়েছেন। তারা হলেন— ফিরোজ শাহী ও ইশারা। ছবিটির প্রযোজকও ফিরোজ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]