Print

SomoyKontho.com

সুস্মিতার সঙ্গে ডাল-ভাতের মতো সম্পর্ক!

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৪ , ৬:৪৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ভক্ত-অনুরাগীদের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন। মেঘে মেঘে বেলা অনেক হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ৪৯ বছর পূর্ণ করে পঞ্চাশে পা দিতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে বয়সে ছোট মডেল রোহমান শলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। ২০১৮ সালে সম্পর্কে জড়ান; ২০২১ সালে তা ভেঙে যায়। সুস্মিতার জন্মদিন উদযাপনের মাঝে জুম-কে সাক্ষাৎকার দিয়েছেন রোহমান শলে। প্রাক্তন প্রেমিকা সুস্মিতাকে নিয়ে নানা তথ্য জানিয়েছেন শলে।

সুস্মিতা সেনের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে রোহমান শলে বলেন, “তার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, তখন উপলদ্ধি করি, সে যা দেখায় তারচেয়েও চমৎকার একজন মানুষ। আমি তার ভক্ত ছিলাম। কিন্তু এখন আমি তার ‘ভালোবাসার’ ভক্ত। আমি তার পরিশ্রম দেখেছি। আমি তার মনের বড় একজন ভক্ত। সে জানে তার চারপাশে কি ঘটছে।”

প্রেম ভেঙে গেলেও সুস্মিতার সঙ্গে এখনো বন্ধুত্ব রয়েছে রোহমান শলের। তার ভাষায়— “আমরা এখনো বন্ধু। কারণ আমি তার কাছ থেকে সাহস সঞ্চয় করি। এসব কিছুই আমি তার কাছ থেকে শিখেছি। মানুষজন, প্রাক্তনদের ‘বন্ধু’ বলেন। কিন্তু আপনার কাছে কথা বলার কিছু না থাকলে কীভাবে বন্ধু হতে পারেন?”

সুস্মিতার সঙ্গে শলের রসায়ন ‘ডাল-ভাতের’ মতো। এ তথ্য উল্লেখ করে রোহমান শলে বলেন, ‘আমাদের ডাল-ভাতের মতো সম্পর্ক। আমরা পরস্পরের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা পরিপূর্ণভাবে পরস্পরকে বুঝতে পারি। মানুষ কি বলছে এসবে পাত্তা দিই না। মানুষকে আমার সম্পর্কের বিষয় ব্যাখ্যা করতে পারি না। কিন্তু আমরা পরস্পরকে বুঝি আর এটুকুই আমার জন্য যথেষ্ট।’

রোহমান শলে ছাড়াও সুস্মিতার প্রেমিকের তালিকা বেশ দীর্ঘ। এ তালিকায় রয়েছেন— ঋত্বিক ভাসিন, বিক্রম ভাট, রণদীপ হুদা, ওয়াসিম আকরাম, মানব মেনন, সাবির ভাটিয়া, বান্টি সচদেব প্রমুখ। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কারো সঙ্গে সাতপাকে বাঁধা পড়েননি। এখনো বিয়ে করেননি সুস্মিতা সেন।

বিয়ে না করেও মা হয়েছেন সুস্মিতা সেন। খুব অল্প বয়সেই দত্তক নেন প্রথম সন্তানকে। ২৪ বছর বয়সে ঘরে নিয়ে আসেন মেয়ে রিনিকে। এর দশ বছর পর দত্তক নেন আলিশাকে। দুই মেয়ের সঙ্গেই দুর্দান্ত বন্ডিং মা সুস্মিতার। আর সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করছেন এই অভিনেত্রী।

১৯৯৪ সালে ১৮ বছর বয়সে ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হন সুস্মিতা সেন। দুই বছর পর পরিচালক মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। কিন্তু শুরুতেই সাফল্য পাননি। অভিনয় ক্যারিয়ারে অনেকটা সংগ্রাম করতে হয়েছে এই অভিনেত্রীকে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]