Print

SomoyKontho.com

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২৪ , ৭:৩৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কয়েক মাস আলোচনার পরে শেষ পর্যন্ত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আদালত একইসঙ্গে হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আইসিসির প্রসিকিউটর করিম খান ২০ মে জানিয়েছিলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলা এবং গাজায় ইসরায়েলি সামরিক প্রতিক্রিয়ার সাথে জড়িত অপরাধের জন্য তিনি নেতানিয়াহু, তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাচ্ছেন।

আইসিসি জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ইসরায়েলে আদালতের এখতিয়ার থাকার প্রয়োজন নেই।

ইসরায়েল হেগভিত্তিক আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে এবং গাজায় যুদ্ধাপরাধ অস্বীকার করেছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com